জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এসব কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।
উপজেলা পরিষদ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সার ও বীজ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূসরাত আজমেরী হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন।