পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে দুলাল আহমদ (৪০) নামে এক যুবক হাওরে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকাল রোববার বিয়ানীবাজার উপজেলার কদম আনি হাওর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। দুলাল আহমদের বাড়ি পীরের চক গ্রামে। তিনি প্রথম স্ত্রীর করা একটি মামলার পলাতক আসামি ছিলেন।
খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুলাল আহমদ গত শনিবার বিকেলে কুশিটিকি সেতুর উত্তর হাওরে নৌকাবাইচ দেখতে যান। এ সময় সাদা পোশাকের একদল পুলিশ দুলালের পাশে দাঁড়ানো যুবককে নাম জিজ্ঞেস করতেই দুলাল আহমদ দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি হাওরের পানিতে ঝাঁপ দেন। এ সময় পুলিশ সদস্যরা প্রথমে দৌড়ে এবং পরে একটি নৌকায় করে তাঁর পিছু নেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
গতকাল গ্রামের লোকজন কদম আনি হাওরে দুলাল আহমদের লাশ ভেসে থাকতে দেখেন। পরে তাঁরা তাঁর বাড়িতে খবর দেন।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, পুলিশ পরোয়ানার আসামি ধরতে অভিযানে গেলে আসামি পালিয়ে যেতে পানিতে ঝাঁপ দিয়েছিলেন। আজ (গতকাল) এলাকাবাসীর কাছে খবর পেয়ে হাওর থেকে লাশ উদ্ধার করা হয়েছে।