টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী নির্বাচনের বিষয়ে জরুরি সভা করা হয়েছে। গতকাল শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি ডা. আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তাপস জানান, জেলা ও উপজেলা নেতারা নিয়ে রাতে দলের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বসবেন। তখন উপনির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।