পাবনার চাটমোহরে গত দুই দিনে কুকুরের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে সরকারিভাবে কোনো ভ্যাকসিন না পাওয়ায় তাঁদের বাজার থেকে চড়া দামে ভ্যাকসিন কিনতে হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার ও বুধবার কুকুরের কামড়ে চাটমোহর মহল্লার সুকদেব কুণ্ডু (৬০), দোলং মহল্লার শরিফ হোসেনের মেয়ে শম্পা (১১), বালুচর মহল্লার কাপড় ব্যবসায়ী ইব্রাহিম খলিল (৫১), নাপিতপাড়ার শিলা রানী (৬০), শংকর দত্ত (৫০), বোঁথর গ্রামের কানাই চূর্ণকার (৫০), শাহীন হোসেন (৩০), মির্জাপুরের শিল্পীসহ (৫০) অনন্ত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পৌরসভায় কুকুর কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন না থাকায় আহত ব্যক্তিরা চড়া দামে ভ্যাকসিন কিনেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, ‘হাসপাতালের ভ্যাকসিন শেষ হয়ে গেছে। ফলে আমরা ভ্যাকসিন দিতে পারছি না। নতুন বরাদ্দ পেলেই ভ্যাকসিন দেওয়া যাবে।’