মৌলভীবাজারের কমলগঞ্জ, সুনামগঞ্জের শাল্লা এবং সিলেটের জৈন্তাপুর ও গোলাপগঞ্জে গতকাল শনিবার মীনা দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
কমলগঞ্জ (মৌলভীবাজার) : অনুষ্ঠানে ইউএনও সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
শাল্লা (সুনামগঞ্জ) : শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা তাপশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু রায়হান প্রমুখ।
জৈন্তাপুর (সিলেট) : ইউএনও আল বশিরুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো. মিফতাউজ্জামান প্রমুখ।
গোলাপগঞ্জ (সিলেট): অনুষ্ঠানে ইউএনও মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলমের সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।