বংশালের আলুবাজারের একটি বাসায় গ্যাসলাইন বিস্ফোরণে পাঁচজন দগ্ধ ও পাঁচজন আহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আলুবাজার বড় মসজিদের পাশে একটি চারতলা বাড়ির নিচতলায় এ বিস্ফোরণ ঘটে। দগ্ধদের মধ্যে একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দগ্ধরা হলেন রাজমিস্ত্রি কামাল হোসেন (৩৫), তাঁর স্ত্রী সেলিনা আক্তার (৩০) ও তাঁদের মেয়ে বন্যা (৭), অপর পরিবারের আমিনুল ইসলাম (৩০) ও তাঁর স্ত্রী শিলা (২২)। আহতরা হলো আমিনুল—শিলার দুই সন্তান আরিফা (৬) ও আসাদুল্লাহ মারুফ (৪) এবং আরেক পরিবারের মারুফ হোসেন (১২), নুসরাত (১) ও মলিনা (২১)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বলেন, ‘কামালের শরীরের ৪০ শতাংশ, সেলিনার ৬ শতাংশ এবং বন্যার শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। কামালের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দগ্ধ কামাল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রাম গোপালপুর গ্রামের সেকান্দার আলির ছেলে।