Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ফল পাল্টে দেওয়ায় পাল্টাপাল্টি হামলা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ফল পাল্টে দেওয়ায় পাল্টাপাল্টি হামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ঘোষিত ফল পাল্টে দেওয়ার ঘটনায় পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার পানিয়ালা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত বৃহস্পতিবার উপজেলার পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়। ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত সদস্য মো. মোজাম্মেল হোসেন গত শনিবার রাতে সাংবাদিকদের বলেন, প্রথমে বিজয়ী ঘোষণার পর ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত প্রার্থী হুমায়ুন কবীরকে বিজয়ী ঘোষণা করা হয়। সবার উপস্থিতিতে ফল ঘোষণার ফলাফল বিবরণীতে প্রিসাইডিং কর্মকর্তা স্বাক্ষর দিয়ে আমাদের হাতে গ্যাজেট তুলে দেন। দুই দিন পর ফল পাল্টে দেওয়া হলো।

এ ব্যাপারে প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে পুনরায় ভোট গণনা করা হয়। ফল ঘোষণার দুই দিন পুনরায় ভোট গণনার কারণ জানতে চাইলে তিনি বলেন ‘এ বিষয়ে আমার কিছু করার নেই।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘শনিবার রাতে পানিয়ালা বাজারে কিছু হট্টগোল হয়েছে। পরে টহল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর বাইরে কিছু বলতে পারব না।’

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা জানান, ভোটের রাতে সদস্য প্রার্থী হুমায়ুন কবীর উপজেলা প্রশাসনের কাছে পুনরায় ভোট গণনার আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত শনিবার দুপুরে সব প্রার্থীকে ডাকা হয়। তবে অনেকেই আসেননি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পুনরায় ভোট গণনায় চার ভোটে হুমায়ুন কবীর বিজয়ী হন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ