Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ইউপি সদস্যসহ ২১ জনের নামে নিষেধাজ্ঞা

চৌগাছা প্রতিনিধি

ইউপি সদস্যসহ  ২১ জনের নামে নিষেধাজ্ঞা

যশোরের চৌগাছার বল্লভপুর বাঁওড়ে মাছ চাষে বাধা ও দখল চেষ্টার অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাইফুল ইসলাম বিশ্বাসসহ ২১ জনের বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

গতকাল সোমবার যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমউজ্জামানের আদালত এই নিষেধাজ্ঞা জারি করেছেন। একই সঙ্গে আগামী ২৯ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।

পরবর্তী শুনানির আগ পর্যন্ত নিষেধাজ্ঞাপ্রাপ্তরা ওই বাঁওড়ে যেতে পারবেন না।

বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষে সমিতির সভাপতি কার্তিক বিশ্বাসের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন চৌগাছা উপজেলার বল্লভপুর গ্রামের ইউপি সদস্য সাইফুল ইসলাম বিশ্বাস, একই গ্রামের শামিনুর রহমান, জিন্নাত আলী, হাসেম আলী, বিপ্লব হোসেন, আবদুল মাজিদ, নেবুর আলী, ভনু মিয়া, আলাউদ্দিন মল্লিক, সাহির বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, ফারুক মিয়া, সোহাগ হোসেন, আবদুল হাই, জামির হোসেন, আফছার হোসেন, বাকের আলী, সোহরাব মল্লিক, আজু মিয়া, মিন্টু মিয়া ও আলী হোসেন।

বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষে সভাপতি কার্তিক বিশ্বাস লিখিত অভিযোগে বলেন, বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির ২০১২ সালের ৩ এপ্রিল থেকে নিয়মিত ইজারার টাকা পরিশোধ করে মাছ চাষ করে আসছে। সর্বশেষ চলতি বছরের ১৬ জুন সমিতির পক্ষে বাদী কার্তিক বিশ্বাস ইজারার চুক্তি নবায়ন করেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ