Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বাজিতপুরে বিনা ভোটে জয়ী আ.লীগের ৩ প্রার্থী

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাজিতপুরে বিনা ভোটে জয়ী আ.লীগের ৩ প্রার্থী

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কিশোরগঞ্জের বাজিতপুরের তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। এর মধ্যে হালিমপুর, বলিয়ার্দী ও মাইজচর ইউপি রয়েছে।

হালিমপুরে ইউপিতে উমর ফারুক রাসেল, বলিয়ার্দী ইউপিতে মো. আবুল কাশেম শুরু থেকেই একক প্রার্থী ছিলেন।

তবে মাইজচর ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী তাবারক মিয়া ছাড়া বাকিরা গত মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে, উপজেলার ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ৩৭ জনকে বৈধ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেন ৭ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১২৪ জনেরই প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল।

তাঁদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন চারজন। সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৭০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩৬৫ জনকে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ২৪ জন। এতে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন ৮ জন।

জানতে চাইলে বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন বলেন, ১১ নভেম্বর ভোটগ্রহণের দিন হলেও হালিমপুর, বলিয়ার্দী ও মাইজচর ইউপিতে একক প্রার্থী হওয়ায় বেসরকারিভাবে তাঁরা বিজয়ী হওয়ার পথে।

তা ছাড়া আরও ৮ জন সদস্য প্রার্থী রয়েছেন, যাঁরা বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পথে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ