Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রথম হয়েও নিয়োগ পাননি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রথম হয়েও নিয়োগ পাননি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘ঘুষ না দেওয়ায়’ প্রথম হয়েও নিয়োগ পাননি দুই প্রার্থী। এমন অভিযোগ উঠেছে উপজেলার উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে। এদিকে নিয়োগ থেকে বঞ্চিত হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন ওই দুই প্রার্থী।

জানা গেছে, গত জুনে উপজেলার উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৮ জন ও অফিস সহায়ক পদে ১৭ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। ল্যাব অপারেটর পদে জয় রায় ও অফিস সহায়ক পদে দেলোয়ার হোসেন মোল্লা প্রথম হন। পরে নিয়োগ বোর্ড ওই দিন দুজনের নাম ঘোষণা করে বিদ্যালয়ে যোগদান করতে বলেন। কিন্তু যোগদানের জন্য গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।

জয় রায় ও দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘বিদ্যালয়ে যোগদান করতে গেলে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নরেন্দ্রনাথ হাওলাদারসহ কমিটির লোকজন আমাদের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। আমরা ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে যোগদান না নিয়ে তাঁরা ফিরিয়ে দেন।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষক স্বপন কুমার দে বলেন, ‘নিয়োগ পরীক্ষা শেষে নির্বাচিতদের নিয়োগের জন্য সব নথিপত্র আমি কমিটির কাছে পাঠিয়েছিলাম। কমিটি ওই দুই প্রার্থীকে নিয়োগের জন্য অনুমোদন না করে নিয়োগ পরীক্ষা বাতিল করে দিয়েছে।’

ব্যবস্থাপনা কমিটির সভাপতি নরেন্দ্রনাথ হাওলাদার বলেন, ‘নিয়োগ পরীক্ষায় জয় রায় ও দেলোয়ার হোসেন মোল্লা প্রথম স্থান অধিকার করলেও তাঁরা আমাদের কাছে যোগ্য বলে মনে হয়নি। নিয়োগ পরীক্ষা বাতিল করে দেওয়ায় তাঁরা দুজন ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছেন।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিক নূর আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ