Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অবশেষে বানসালির সিনেমায় সালমান

বিশাল কুড়ি, ঢাকা

অবশেষে বানসালির সিনেমায় সালমান

২০২১ সালে মুক্তি পেয়েছিল সালমান অভিনীত ‘রাধে’। আশানুরূপ ব্যবসা করতে ব্যর্থ হয় সিনেমাটি। ওই বছরেই শেষের দিকে আসে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। ফলাফলের গ্রাফটা বাড়েনি বেশি দূর। গত বছর মুক্তি পাওয়া ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমাটি নিয়ে তাই সালমান ভক্তদের প্রত্যাশা ছিল অনেক। এবারও বক্স অফিসের তলানিতে ঠাঁই মেলে সিনেমাটির।

পরপর তিনটি সিনেমার ব্যর্থতায় বেশ হতাশ হয়েছিলেন বলিউডের সল্লু ভাই। কিছুটা বিরতি দিয়ে এবার পরিকল্পনা সাজালেন নতুন করে। কাজ শুরু করেছেন ‘টাইগার থ্রি’ সিনেমার। পরবর্তী সিনেমার সাফল্যের আশায় এবার হাত মেলালেন বানসালির সঙ্গে। জানিয়েছেন শিগগিরই শুরু করবেন বানসালি পরিচালিত ‘ইনশাল্লাহ’ সিনেমার শুটিং।

২০১৯ সালের মাঝামাঝি সময়ে সঞ্জয় লীলা বানসালি ঘোষণা দিয়েছিলেন ‘ইনশাল্লাহ’ সিনেমার। প্রথমবারের মতো জুটি বাঁধার কথা ছিল সালমান খান ও আলিয়া ভাটের। কিন্তু সব ঠিকঠাক হওয়ার পরেও সেই সিনেমার কাজ শুরু করা যায়নি সালমানের কারণে। ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, একের পর এক মূল ধারার বাণিজ্যিক সিনেমায় ব্যর্থতার কারণেই এবার বানসালির ‘ইনশাল্লাহ’ সিনেমায় অভিনয় করতে আগ্রহী হয়েছেন সালমান।

বানসালি বলিউডের অন্যতম সেরা সিনেনির্মাতা। সালমানের সঙ্গে কাজও করেছেন বানসালি। নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবি ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় জুটি বেঁধে কাজ করেছিলেন বানসালি ও সালমান। বক্স অফিস সাফল্যের পাশাপাশি দর্শকেরও মন কেড়েছিল ওই সিনেমা। নতুন সিনেমার খবরে বানসালি-সালমান জুটিকে ফের পর্দায় দেখতে মুখিয়ে অনুরাগীরা।

জানা গেছে, ইনশাল্লাহ সিনেমায় সালমানের বিপরীতে আলিয়া ভাটই থাকছেন। এরই মধ্যে নির্মাতার সঙ্গে কয়েক দফা আলোচনা সেরেছেন সালমান। তবে এখনো শুটিংয়ের পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছুই বলেননি বানসালি বা সালমান। ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, চলতি বছরেই শুটিং শুরু করতে পারেন নির্মাতা। তবে, আলিয়া ভাটের শিডিউল নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। সে ক্ষেত্রে হয়তো শুটিং গড়াতে পারে আগামী বছরে। সেভাবেই তৈরি হচ্ছেন বানসালি ও সালমান। হয়তো এই সিনেমা দিয়েই নিজের নড়বড়ে আসনটা আরও শক্ত করবেন বলিউড ভাইজান সালমান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ