প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নৌকাবাইচ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এই প্রতিযোগিতা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
নৌকাবাইচ প্রতিযোগিতাটি ঢাকার জিনজিরায় বরিশুর লঞ্চঘাট থেকে শুরু হয়ে কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এসে শেষ হয়। এতে প্রথম স্থান অর্জন করে শেখ রাসেল ও তার দল ‘শেখ বাড়ি’। দ্বিতীয় স্থান লাভ করে হারুনুর রশিদ ও তার দল ‘সোনার তরী’। তৃতীয় স্থান অর্জন করে আবদুর রাজ্জাক মাতব্বর ও তার দল ‘জয় বাংলার জয়’।