রাজশাহী মহানগরীর আরও দুটি সড়ক সম্প্রসারণের পর আলোকায়ন করা হয়েছে। ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এ প্রকল্প বাস্তবায়ন করেছে। গত রোববার রাতে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আলোকায়নের উদ্বোধন করেন। নগরীর রানীবাজার মোড়ে সুইচ চেপে নান্দনিক সড়ক বাতিগুলোর উদ্বোধন করেন তিনি।
রাসিকের প্রকৌশল বিভাগ জানিয়েছে, মহানগরীর গুরুত্বপূর্ণ উপশহর মোড় থেকে দড়িখরবোনা, কাদিরগঞ্জ, মহিলা কলেজ, মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে সোনাদিঘী মোড় এবং মালোপাড়া মোড় থেকে রানীবাজার মোড় পর্যন্ত এ দুটি সড়কে মোট ৯৬টি ডেকোরেটিভ খুঁটিতে ৯৬টি দৃষ্টিনন্দন এলইডি সড়কবাতি লাগানো হয়েছে। দৃষ্টিনন্দন বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হবে।