ডুমুরিয়ায় হতদরিদ্র দলিত নারীদের ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শেষে উপার্জনের উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভা শেষে তাদের মাঝে ছাগল বিনা মূল্যে বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভিন রুমা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন দলিত পরিচালক স্বপন কুমার দাস। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন দলিতদের কর্মসূচি প্রধান বিকাশ কুমার দাস। আলোচনা সভা শেষে দলিত সম্প্রদায়ের ৪০ জন নারীর প্রত্যেককে ১টি করে ছাগল, নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।