Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বাড়তি ফি নিলেই ব্যবস্থা

চৌগাছা প্রতিনিধি

বাড়তি ফি নিলেই ব্যবস্থা

২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে অনিয়ম রোধে কঠোর অবস্থান নিয়েছে যশোর শিক্ষা বোর্ড। কোনো বিদ্যালয় ফরম পূরণের ক্ষেত্রে বোর্ড নির্ধারিত ফি ও ২৪ মাসের বেশি বেতন শিক্ষার্থীদের কাছ থেকে যেন আদায় করতে না পারে সে জন্য কঠোর বার্তা দিয়েছে বোর্ড।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ফরম পূরণ অনলাইনে হচ্ছে না। শুধু করোনার সময়ের জন্যই অনলাইন ফরম পূরণ কার্যক্রম চালু করা হয়েছিল। করোনার সংক্রমণ কমে যাওয়ায় এবং বিদ্যালয় খোলা থাকায় পুরোনো পদ্ধতিতে হবে এসএসসির ফরম পূরণ কার্যক্রম।

বোর্ডের নোটিশে উল্লেখ করা হয়েছে, ফরম পূরণের কার্যক্রম শুরু ১৩ এপ্রিল থেকে শুরু হবে। এর আগে ২০২১ সালের পরীক্ষায় ১ বা ২ বিষয়ের অনুপস্থিত পরীক্ষার্থীরা ফরম পূরণের জন্য ১০ এপ্রিল প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হবে। ১২ এপ্রিল বোর্ড থেকে একটি তালিকা প্রকাশ করা হবে। ১৩ এপ্রিল থেকে ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।

ফরম পূরণের জন্য বোর্ড থেকে টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিজ্ঞান বিভাগে ১ হাজার ৬১৫ টাকা। এ টাকার মধ্যে রয়েছে বোর্ড ফি ১ হাজার ১৭৫ টাকা। কেন্দ্র ফি (ব্যবহারিক ফি-সহ) ৪৪০ টাকা। মানবিক ও বাণিজ্য বিভাগে ১ হাজার ৪৯৫ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৮৫ টাকা, কেন্দ্র ফি (ব্যবহারিক ফি) ৪১০ টাকা।

অনিয়মিত পরীক্ষার্থীর পরীক্ষার ফি পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিক ফি পত্র প্রতি ৩০ টাকা, নম্বরপত্র ফি পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা, মূল সনদ পত্র ফি পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয় স্কাউট, গার্লস গাইড ফি ১৫ টাকা, জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা। অনিয়মিত পরীক্ষার্থীর ক্ষেত্রে পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিক ফি পত্র প্রতি ৩০ টাকা, নম্বরপত্র ফি পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা, অনিয়মিত ফি ১০০ টাকা, বয় স্কাউট, গার্লস গাইড ফি ১৫ টাকা জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা। মানোন্নয়ন পরীক্ষার্থী পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিক ফি পত্র প্রতি ৩০ টাকা, নম্বরপত্র ফি পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা, মূল সনদ পত্র ফি পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয় স্কাউট, গার্লস গাইড ফি ১৫ টাকা জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা। কোনো প্রতিষ্ঠান এর বেশি টাকা ফি নিতে পারবে না। শুধু শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেতন নিতে পারবে। এর বেশি ফি নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বোর্ড কর্তৃপক্ষ।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘কোনো বিদ্যালয়ের বিরুদ্ধে বেশি ফি নেওয়ার অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ