জামালপুরের মেলান্দহে গোয়াল ঘরের তালা ভেঙে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের বানিপাকুরিয়া গ্রামের সোনাহার শেখ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গরু মালিক সোনাহার মেলান্দহ থানার সাধারণ ডায়েরি করেছে। চারটি গরু দাম চার লাখ টাকা বলে গরুর মালিক দাবি করেছেন।
স্থানীয়রা জানান, শীতের সময় গরু চোর বেড়ে যায়, উপজেলার বিভিন্ন জায়গায় কিছুদিন ধরেই গরু চুরির হিড়িক পড়েছে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। চোর ধরতে আইনগত প্রক্রিয়া চলমান। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।