আগৈলঝাড়ায় আগাম শীত উপলক্ষে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগর ও ব্যবসায়ীরা। দিনে গরম, রাতে ঠান্ডা আর সাতসকালে ঘাস, লতাপাতার ওপর জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে ‘শীত এসে গেছে। তৈরি হও শীতবস্ত্র নিয়ে শীত মোকাবিলায়।’
উপজেলায় শীত পড়তে শুরু করায়, লেপ বিক্রি বেড়ে যাওয়ায় দম ফেলার ফুরসত পাচ্ছেন না কারিগর ও লেপ-তোশক ব্যবসায়ীরা। শীত মোকাবিলায় বিভিন্ন শ্রেণির মানুষের লেপ-তোশকের দোকানগুলোতে ভিড় করতে শুরু করেছেন। গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, উপজেলা সদর, গৈলা বাজার, ছয়গ্রাম বন্দর, সাহেবেরহাট, রাজিহার বাজার, বাশাইল বাজার, পয়সারহাট বন্দর, তালেরবাজার, মিশ্রিপাড়া, বাকাল হাট, বাটরা বাজার, বারপাইকা বাজারে লেপ-তোশক কারিগরদের ব্যস্ততা বেড়েছে। দিন-রাত তাঁরা ব্যস্ত সময় পাড় করছেন অর্ডার নেওয়া, আর লেপ বানানো ও সরবরাহ করা নিয়ে।
কারিগর ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে একটি লেপ বানাতে খরচ নেওয়া হচ্ছে ৯০০-১৩০০ টাকা পর্যন্ত। তাঁরা জানান, কাপড়, সুতা এবং তুলার দাম বেশি হওয়ায় খরচ আগের তুলনায় বেশি।
গৈলা বাজারের লেপ-তোশক ব্যবসায়ী ফরিদ খলিফা বলেন, ‘গত বছর ৯০০ টাকায় যে লেপ বানানো গেছে এ বছর সেটায় ১১০০ টাকা খরচ পড়ছে।
একই কথা জানান সাহেবেরহাট বাজারের লেপ-তোশক কারিগর বাবুল বেপারী। তিনি জানান, প্রকারভেদে গত বছরের চেয়ে এ বছর ১০০-৩০০ টাকা খরচ বেশি হচ্ছে একটি লেপ বানাতে।
ফুল্লশ্রী গ্রামের কালাম খলিফা বলেন, ‘গত বছর ৯০০ টাকা দিয়ে একটি লেপ তৈরি করেছি, কিন্তু এবার সে লেপ বানাতে খরচ হয়েছে ১১০০ টাকা।’