ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বার্ষিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
ইউএসএআইডির ‘মামনি’ মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজন করে।
কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান শাহীনের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহীন বলেন, ‘মাতৃত্বকালীন সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মা ও নবজাতককে সকল ধরনের সেবা দেওয়া হয়।’