মির্জাপুর প্রতিনিধি
মির্জাপুরে একদিনে কুকুরের কামড়ে ১১ জন আহত হয়েছেন। উপজেলা সদরের ইউনিয়নপাড়া, বাইমহাটী এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। এদের মধ্যে তিনজন কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে একটি কুকুর ইউনিয়নপাড়ার বাসিন্দা সাবেক ইউপি সদস্য আলী হোসেন খানকে (৬৫) কামড়ে পালিয়ে যায়। কুকুরটি বাইমহাটী গ্রামের নুপুর সরকার (৪৪) ও বাজার এলাকার এক নারীসহ ১১ জনকে কামড়েছে।