করোনায় নানা বিধিনিষেধের মধ্যে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে আজ বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষায় বসছেন ৬৭ হাজার ৭৯২ শিক্ষার্থী। তবে গত বছরের চেয়ে এবার ১০ শতাংশ কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল জানান, বোর্ডের অধীনে সিলেট বিভাগের চার জেলায় এবার ২৯৯টি প্রতিষ্ঠানের ৬৭ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ৩০ হাজার ৮২২ জন ছেলে ও ৩৬ হাজার ৯৭০ জন মেয়ে। মোট ৮৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
করোনার কারণে গেল বছর পরীক্ষা গ্রহণ না করে সব পরীক্ষার্থীকে অটোপাস দেওয়া হয়েছিল। সে বছর সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ৭৫ হাজার ৩২৩ জন। এ হিসেবে গেল বছরের চেয়ে এবার পরীক্ষার্থী ৭ হাজার ৫৩১ জন কমেছে।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ১৩ হাজার ৮৮ জন, মানবিক বিভাগ থেকে ৪৫ হাজার ৩০১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯ হাজার ৪০৩ জন পরীক্ষার্থী রয়েছেন।
সিলেট বোর্ডের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৯ হাজার ১৭৩ জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৭৯৬ জন ছেলে ও ১৫ হাজার ৩৭৭ জন মেয়ে। জেলার ১৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ৩২টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।
সুনামগঞ্জ জেলার ৫৮টি প্রতিষ্ঠানের ১২ হাজার ৯০৬ জন শিক্ষার্থী ২১টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন। পরীক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭৭৪ জন ছেলে ও ৭ হাজার ১৩২ জন মেয়ে।
মৌলভীবাজার জেলায় এবার ১৩ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে ছেলে ৫ হাজার ৬৩৭ জন ও ৭ হাজার ৬৪২ জন মেয়ে পরীক্ষার্থী। এসব শিক্ষার্থী ৪৯টি প্রতিষ্ঠানের। ১৪টি কেন্দ্রে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
হবিগঞ্জ জেলায় ৫ হাজার ৬১৫ জন ছেলে ও ৬ হাজার ৮১৯ জন মেয়েসহ পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন। ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থীর জন্য ১৮টি কেন্দ্র প্রস্তুত রয়েছে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ৫টি ভিজিল্যান্স টিম এবং ১৯ জন জ্যেষ্ঠ শিক্ষকের নেতৃত্বে ১৯টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষা চলাকালে এসব টিম পরিদর্শনে যাবে। এর বাইরে প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী ও শিক্ষা কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল বলেন, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই মাস্ক পরিধান করে কেন্দ্রে আসতে হবে।
এদিকে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরকদ্রব্য, ইট–পাথর, ইত্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মহানগর পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আশরাফ উল্লাহ তাহের জানান, মহানগর এলাকার ২০টি কেন্দ্রে বাড়তি সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা নির্বিঘ্ন করতে পুলিশ কেন্দ্রগুলোতে কাজ করবে।