বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০০ শয্যা করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন শেষে এই ঘোষণা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজম, জেলা সিভিল সার্জন মারিয়া হাসান, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মামুন মোল্লা, সমীরণ হালদারসহ প্রমুখ।
সচিব লোকমান হোসেন মিয়া আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ভবন ঘুরে দেখেন। স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যা করার কার্যক্রম মন্ত্রণালয়ে শিগগিরই শুরু করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ১৯৭২ সালে আগৈলঝাড়ার গৈলায় ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে ২০০৪ সালে একে ৫০ শয্যায় উন্নীত করা হয়।
এদিন দুপুরে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সচিব মো. লোকমান হোসেন মিয়া। উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ কক্ষ, হাসপাতালের মূল ভবন ও করোনাভাইরাস প্রতিরোধে টিকা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুসহ অন্যরা।