হোম > ছাপা সংস্করণ

ওটিটিতে ‘দশম অবতার’

গত বছরটা বেশ ভালো কেটেছে জয়া আহসানের। ২০২৩ সালে বাংলাদেশে তাঁর কোনো সিনেমা মুক্তি না পেলেও টালিউডে সাফল্য পেয়েছেন তিনি। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ ও সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’ দিয়ে বাজিমাত করেছেন জয়া। এ ছাড়া ওটিটিতে এসেছে তাঁর প্রথম হিন্দি ওয়েব সিনেমা ‘কড়ক সিং’।

দশম অবতার দিয়ে দীর্ঘদিন পর সৃজিতের পরিচালনায় কাজ করেছেন অভিনেত্রী। এতে তাঁর সঙ্গে আছেন টালিউডের তিন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্য। দেড় কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছে ৬ কোটির বেশি।

দুর্গাপূজায় হলের পর্দা কাঁপানো দশম অবতার এবার দেখার সুযোগ পাবেন বাংলাদেশসহ সারা বিশ্বের দর্শক। ওটিটিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। গতকাল জয়া জানিয়েছেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে দশম অবতার। সৃজিতের কপ ইউনিভার্সের নতুন এ সিনেমায় জয়া অভিনয় করেছেন একজন মনোবিদের চরিত্রে। সিনেমার একমাত্র গুরুত্বপূর্ণ নারী চরিত্র তিনি।

জয়ার নতুন বছরটাও শুরু হচ্ছে টালিউড থেকে। আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’। এতে জয়ার সহশিল্পী ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি প্রমুখ। ভূতের ভয় আর রহস্য নিয়ে তৈরি হয়েছে ভূতপরীর কাহিনি। নির্মাতা জানান, এক নারী ১৯৪৭ সালে মারা যায়।

এখনকার সময়ে এসে তার অতৃপ্ত আত্মার সঙ্গে দেখা হয় এক বাচ্চা ছেলের; যার হাত ধরে সে তার মারা যাওয়ার কারণ অনুসন্ধান করতে থাকে। একটা সময় সেই ভূত আবিষ্কার করে ১৯৪৭ সালে তার মৃত্যুটি স্বাভাবিক ছিল না, ওটা ছিল খুন! এই ভূতপরীর চরিত্রেই দেখা যাবে জয়াকে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ