Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আকিবের পরিবারের পাশে মধুপুরের ইউএনও

মধুপুর প্রতিনিধি

আকিবের পরিবারের পাশে  মধুপুরের ইউএনও

গৃহহীন প্রতিবন্ধী আকিবের পরিবারের পাশে দাঁড়ালেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। তিনি গতকাল সোমবার দুপুরে আকিবের পরিবারের সদস্যদের নিজ কার্যালয়ে এনে প্রতিবন্ধী আকিবের চিকিৎসা ও প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা নিশ্চিত করেন। এ সময় বেশ কিছু খাদ্যসামগ্রীও দেওয়া হয় তাঁকে। অপর দিকে স্বামীহারা আকিবের মা রাজিয়া বেগমের জন্য বিধবা ভাতা ও মাথা গোঁজার জন্য বাড়ির ব্যবস্থা করারও আশ্বাস দেন ইউএনও।

জানা গেছে, মধুপুর পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর এলাকার বাসিন্দা রাজিয়া বেগম। তাঁর স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী রাজিব হোসেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান চার বছর আগে। ভিটেমাটিহীন রাজিয়া বেগম কোনো উপায় না দেখে দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে গোপীনাথপুরে ভাইয়ের বাড়িতে আশ্রয় নেন। তাঁদের পরিবারের ছোট ছেলে আকিব বুদ্ধিপ্রতিবন্ধী। চিকিৎসা করানোর সামর্থ্য না থাকায় গাছের সঙ্গে বেঁধে রেখে মা রাজিয়া বেগম কাজে যেতে বাধ্য হন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বড় ছেলে আরিফ পরের দোকানে কাজ করে সংসারে জোগান দেন। বড় মেয়ে বাড়িতেই দিন কাটায়, আর ছোট মেয়ে স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে।

এ বিষয়ে আজকের পত্রিকার অনলাইন ভার্সনে ২ এপ্রিল প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন দ্রুত পদক্ষেপ নেন। সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আকিবের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেন এবং প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্রের মুসলিমা আক্তার মাসুদার মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ছাড়া আকিবের মায়ের জন্য বিধবা ভাতা ও গৃহহীন হিসেবে তাঁকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

পরে তিনি ওই পরিবারের জন্য উপহারসামগ্রী হস্তান্তর করেন।

এ সময় মধুপুরের ইউএনও শামীমা ইয়াসমিনের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ