ঈশ্বরগঞ্জ পৌরসভার বিভিন্ন বাসা-বাড়ির পানি নিষ্কাশনের জন্য ৫০০ মিটার আরসিসি নালা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নালা নির্মাণকাজের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে এম ফরিদউল্লাহ, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার, পৌর সচিব জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সামী উসমান গণী, কাউন্সিলর আজিজুর রহমান জীবন প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ঈশ্বরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এ নালা নির্মাণ হবে। ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের রাশিদ ডিলারের বাড়ি থেকে ঈশ্বরগঞ্জ থানা সংলগ্ন সেতু পর্যন্ত ৫০০ মিটার নালা নির্মিত হবে। নির্মাণকাজের দায়িত্ব পেয়েছ রুমি কন্সট্রাকশন।