নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচনে ভোটারদের হুমকি ও এজেন্টের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তুলে প্রতিবাদ সভা করেছেন পরাজিত প্রার্থী হুমায়ুন কবির সরকার। গতকাল রোববার দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর এলাকায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ সময় তিন কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি।
সভায় হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, মির্জানগর ইউপির ৪, ৭ ও ৮ নম্বর কেন্দ্রে অনেকে ভয়ে ভোট দিতে পারেননি। সহকারী এক প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্টকে মারধরের চেষ্টা এবং বাঙালিনগর, বাহেরচর পূর্বপাড়া ও পশ্চিমপাড়া তিনটি কেন্দ্রে ভোট দেওয়ার কোনো পরিবেশ ছিল না। তাই ওই তিনটি কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি জানান আওয়ামী লীগের এই প্রার্থী।
নৌকা প্রার্থীর এজেন্ট জুলেখা বেগম বলেন, ‘এজেন্টের দায়িত্বে থেকেও আমাকে দুইবার সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।’