দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
বক্তব্য দেন বীরগঞ্জ পৌর মেয়র মো. মোশারফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাকারিয়া জাকা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশলী মো. হুমায়ন কবীর।
উপস্থিত ছিলেন বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মাজেদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন প্রমুখ।