রামু (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. ওসমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক ও যাত্রীসহ আরও ছয়জন আহত হয়েছেন।
গতকাল সোমবার সকালে রামুর রশিনগর পানিরছড়ায় এই ঘটনা ঘটে। ওসমান একই এলাকার নাছিরাপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করেছে তুলাতলী হাইওয়ে পুলিশ।