Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দেশে ১২.৬ শতাংশ নারী স্তন ক্যানসারে আক্রান্ত

রংপুর প্রতিনিধি

দেশে ১২.৬ শতাংশ নারী স্তন ক্যানসারে আক্রান্ত

বিশ্বজুড়ে স্তন ক্যানসার ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশে ১২ দশমিক ৬ শতাংশ নারী এ রোগে আক্রান্ত হচ্ছেন এবং তাঁদের মধ্যে ৭০ শতাংশ এতে মৃত্যুবরণ করছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে স্তন ক্যানসার নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশ সেমিনারটির আয়োজন করে।

অনুষ্ঠানে জানানো হয়, এ রোগে নারী মৃত্যুর বিষয়টি দেশের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে রোগীদের সচেতনতার অভাব আছে। ক্যানসারে আক্রান্ত হওয়ার তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ে তাঁরা চিকিৎসা নিতে আসছেন বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অনকোলোজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক সাবেরা খাতুন, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রংপুরের প্রেসিডেন্ট ফ্লোরা শাহীন আক্তার, ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক স্বপন কুমার নাথ ও গাইনি বিশেষজ্ঞ সমর্পিতা ঘোষ তানিয়া।

তৃণমূল পর্যায়ে নারীদের স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে রোগীদের মৃত্যুর হার কমে আসবে বলে জানানো হয় সেমিনারে।

দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর কর কমিশনার মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ