রয়টার্স, লন্ডন
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ফুসফুসের চেয়ে শ্বাসনালিতে দ্রুত ছড়ায় বলে গবেষণায় উঠে এসেছে। করোনা নিয়ে সাম্প্রতিক কিছু গবেষণার সারসংক্ষেপ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকেরা। তবে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা।
হংকং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, ওমিক্রন শ্বাসনালির মাধ্যমে মানুষের শরীরে করোনার অতি সংক্রামক ধরন ডেলটার তুলনায় ৭০ গুণ বেশি ছড়িয়ে পড়তে সক্ষম। যেখানে ফুসফুসের মাধ্যমে ডেলটার চেয়ে ১০ গুন ধীর গতিতে ছড়ায় ওমিক্রন।