Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

৩১৯ কোটি টাকায় হচ্ছে বেড়িবাঁধ

নুরুল আমীন রবীন, শরীয়তপুর

৩১৯ কোটি টাকায় হচ্ছে বেড়িবাঁধ

শরীয়তপুরে কীর্তিনাশা নদীর ভাঙন রোধে ৩১৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। গত ৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় নড়িয়া ও সদর উপজেলায় কীর্তিনাশা নদীর উভয় পাড়ের ১২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড ২০১৯ সালে কীর্তিনাশা নদীর ভাঙন রোধে পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি প্রকল্পের প্রস্তাব পাঠায়। প্রস্তাবে নড়িয়া ও সদর উপজেলায় কীর্তিনাশা নদীর উভয় তীরে ১৫টি স্থানে ১২ কিলোমিটার নদী রক্ষা বাঁধ নির্মাণের বিষয়টি উল্লেখ করা হয়। একই সঙ্গে এই এলাকায় জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও সেচ ব্যবস্থার উন্নয়নে দুটি রেগুলেটর স্থাপনের প্রস্তাব করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের নদীর দুই তীরের বসত বাড়ি, ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা, হাট-বাজার সড়কসহ বিভিন্ন অবকাঠামো ও সম্পদ রক্ষা পাবে।

গত দুই বছরে শরীয়তপুর সদর উপজেলার ৬টি গ্রামের অন্তত দেড় শতাধিক পরিবার নদী ভাঙনে গৃহহীন হয়। চলতি বছরও শতাধিক বসতি ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যায়।

শরীয়তপুর সদরের তুলাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ ফকির বলেন, ‘কীর্তিনাশার ভাঙনে পাঁচ বছর আগে চন্দ্রপুর-শরীয়তপুর সড়কের ৫০০ মিটার বিলীন হয়ে যায়। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ভেঙে যাওয়ায় ৫টি ইউনিয়নের মানুষের ভোগান্তিতে পড়েছেন।’

শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, ‘গত কয়েক বছরে পদ্মায় ব্যাপক ভাঙন ছিল। যার প্রভাব পড়েছে কীর্তিনাশা নদীতেও। বর্ষা মৌসুম শুরু হলে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হতো। নতুন প্রকল্পের আওতায় ১২ কিলোমিটার নদী রক্ষা বাঁধ নির্মাণ হলে সুফল পাবেন স্থানীয় বাসিন্দারা।’

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘পদ্মা ও কীর্তিনাশা নদীর ভাঙনে মানুষ বিপর্যস্ত। পদ্মা নদীর ভাঙন রোধে একাধিক জায়গায় কাজ চলছে। এখন কীর্তিনাশা নদীর ভাঙন রোধে প্রধানমন্ত্রী ৩১৯ কোট টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ