Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন সুরু মিয়া সরকারি বনায়নের গাছ বিক্রির অভিযোগ উঠেছে। তবে ওই গাছ নিজের জমিতে লাগানোর দাবি করেছেন তিনি।

নিজামিয়া এলাকার বাসিন্দা গাছ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘৬ থেকে ৭ মাস আগে সুরু চেয়ারম্যানের কাছ থেকে আমি বেড়িবাঁধের ১০টি গাছ ক্রয় করছি। ২টি কেটে নেওয়ার পর আমি অসুস্থ থাকায় বাকিগুলো কাটতে আসিনি। ২৫ নভেম্বর (শুক্রবার) গাছগুলো কাটা শুরু করি। পরদিন শনিবার সকালে স্থানীয়রা এসে আমাকে জানান, এগুলো সরকারি গাছ। পরে কাটা গাছ ফেলে রেখে চলে যাই। বিষয়টি চেয়ারম্যানকে জানাই।’

বড়ইয়া এলাকার আশ্রব আলী, আব্দুল মন্নান খান, সুলতান মিয়া জানান, সুরু চেয়ারম্যান কয়েক মাস আগে গাছ ব্যবসায়ী জাহাঙ্গীরের কাছে চল্লিশকাহনিয়া বেড়িবাঁধ এলাকার বেশ কিছু গাছ বিক্রি করেছেন। ওই সময় জাহাঙ্গীর কিছু গাছ কেটে নিয়েছেন। বাকি গাছগুলো জাহাঙ্গীর তাঁর এক সহযোগীকে নিয়ে গত শুক্রবার থেকে কাটতে শুরু করেন। কিন্তু স্থানীয়দের বাধায় গাছকাটা বন্ধ করে চলে যান জাহাঙ্গীর।

অভিযুক্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন সুরু মিয়া বলেন, ‘জায়গা আমার, গাছও আমার। কাটা আকাশমনি গাছ আমি রোপণ করেছিলাম। ছয়-সাত মাস আগে গাছগুলো বিক্রি করেছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ