Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বেহাল রাস্তা যেন ‘মরণফাঁদ’

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

বেহাল রাস্তা যেন ‘মরণফাঁদ’

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের জুশুরগাঁওয়ের রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি উপজেলার শ্রীনগর বাজারের বটতলা থেকে ঢাকা-দোহার বাইপাস সড়কের সঙ্গে সংযুক্ত হয়েছে। এক বছরের মধ্যেই রাস্তাটির বিভিন্ন স্থানে কার্পেটিং, খোয়া ও বালুর আস্তরণ উঠে গেছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে পথচারী ও যাত্রীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

সরেজমিন দেখা গেছে, মোটরসাইকেল, ইজিবাইক, ট্রাক্টরসহ আরও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। বিভিন্ন স্থানে কার্পেটিংসহ খোয়া ও বালুর আস্তরণ উঠে গেছে এবং বেশকিছু জায়গায় রাস্তার দুই পাশ ভেঙে সংকুচিত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। দুর্ঘটনা এড়াতে চলাচলের জন্য এলাকার মানুষের নেই কোনো বিকল্প রাস্তা।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশের ভবনগুলোর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই দীর্ঘদিন রাস্তায় পানি জমে থাকে। এ কারণে রাস্তাটি আরও দ্রুত খানা-খন্দে পরিণত হয়। এ ছাড়া নতুন ভবন নির্মাণের জন্য রড, ইট, বালু, পাথর, সিমেন্টসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচলের জন্য রাস্তাটির এ দুরবস্থা।

পাটাভোগ ইউপি চেয়ারম্যান হমিদুল্লাহ খান মুন বলেন, ‘আমি কিছুদিন হয় দায়িত্বভার নিয়েছি। এই রাস্তার ব্যাপারে প্রথম মাসিক মিটিংয়ে উপস্থাপন করেছি। আশা করছি দ্রুত সমাধান হবে।’

শ্রীনগর উপজেলা প্রকৌশলী রাজি উল্লাহ বলেন, ‘আমরা রাস্তাটির বিষয়ে আগামী অর্থবছরের জন্য আবেদন করব। আশা করি আগামী অর্থবছরেই আবেদন মঞ্জুর হবে এবং রাস্তাটি সংস্কার করা হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ