Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রতীক ও পোস্টার পোড়ানোর অভিযোগ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রতীক ও পোস্টার পোড়ানোর অভিযোগ

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবির সরকারের নির্বাচনী এলাকায় টাঙানো প্রতীক পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত প্রার্থী এ অভিযোগ মিথ্যা এবং হয়রানিমূলক বলে অভিহিত করেছেন। গতকাল সোমবার সকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তার লিখিত অভিযোগ দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির সরকার।

অভিযোগে তিনি জানান, গত রোববার রাতে মির্জানগর ইউনিয়নের বাহেরচর পূর্বপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টাঙানো নৌকাটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের ফরিদ মিয়ার সমর্থকেরা পুড়িয়ে দেন। তিনি আরও জানান, একই রাতে বাহেরচর পশ্চিমপাড়া খানকা মোড়ের ব্যানারটি উধাও করে নিয়ে যায় এবং বিভিন্ন স্থানে পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এতে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে অভিযুক্ত ফরিদ মিয়া বলেন, ‘এমন কোনো তথ্য আমার জানা নেই। এমন ন্যক্কারজনক ঘটনার জন্য আমিও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নৌকার প্রার্থী আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে এমন অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করছি।’

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বণি আমিন খান বলেন, অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ