বাগেরহাটের কচুয়ায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ মো. জাকির শেখ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বয়ারসিংগা বাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
আটক মো. জাকির শেখ বাগেরহাট সদর উপজেলার পার নোয়াপাড়া গ্রামের ছেলে বাসিন্দা। তিনি জাল টাকা কারবারি চক্রের ওই সদস্য বলে বলে অভিযোগ পুলিশের।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগীরা পালিয়ে যায়।
আটক মো. জাকির শেখের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করে গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। সে জাল টাকা চক্রের একজন সক্রিয় সদস্য। এর সঙ্গে জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।