পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউপি চেয়ারম্যান আ. জলিল আকনের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটির তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার ধুলাসার ইউপি সদস্য মো. জামান হোসেন বাদী হয়ে জনস্বার্থে ধুলাসার ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন, তাঁর ভাই আজিজ আকনসহ পাঁচজনের বিরুদ্ধে সরকারি প্রকল্পের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ এনে আদালতে এ মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, ধুলাসার ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন, তাঁর ভাইসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নামে-বেনামে ভুয়া প্রকল্প তৈরি করে ২০১৭-২০১৮ অর্থবছরে শেখ রাসেল স্মৃতি সংসদ সংস্কার প্রকল্পের ১ লাখ ৩৫ হাজার ৮১০ টাকা, নতুনপাড়া মমিন সিকদার বাড়ি থেকে কালাম মৃধার বাড়ি পর্যন্ত সড়ক সংস্কার প্রকল্পের ১ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা, ২০১৯-২০২০ অর্থবছরে নতুনপাড়া কমিউনিটি ক্লিনিক সংস্কার ও আসবাবপত্র সরবরাহ প্রকল্পের ২ লাখ টাকা, চাপলীবাজার হারুন খানের বাড়ির সামনে স্ট্রিট লাইট স্থাপনের ৭০ হাজার টাকাসহ একাধিক উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দের ১৩ লাখ ৩৫ হাজার ৪৮ টাকা কোনো কাজ না করে অভিযুক্তরা উত্তোলন করে আত্মসাৎ করেন।
তবে ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র। ইউনিয়ন নির্বাচনের আগে ইউপি সদস্য জামান হোসেন তাঁর বিরুদ্ধে পরিকল্পিত অভিযোগ এনে মামলা করেছেন।