Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বউভাতে তালাক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

বউভাতে তালাক

বিয়ের পরদিন বউভাত অনুষ্ঠানে নবদম্পতির তালাকের ঘটনা ঘটেছে। গত শুক্রবার তাঁদের বিয়ে হয়। এক দিন পর কনের অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয় পরিবারের সম্মতিতে তালাক নেয় ওই দম্পতি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের এক কলেজছাত্রীর সঙ্গে গোমস্তাপুর সদর ইউনিয়নের পারভেজ (৩২) নামের এক যুবকের বিয়ে হয়। বিয়েটি নিজের বাড়িতে না হয়ে রহনপুর পৌর এলাকার এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠিত হয়। বরপক্ষ নিজ বাড়িতে বউভাতের আয়োজন করে। অতিথিরা আসতে শুরু করেন অনুষ্ঠানে।

এদিকে কনে তাঁর পরিবারের সদস্যদের জানান, তিনি ওই ছেলের সঙ্গে সংসার করবেন না। বিষয়টি কনেপক্ষ দ্রুত বরের পরিবারকে জানায়। পরে উভয় পক্ষের সম্মতিতে স্থানীয় বিএনপি নেতা আনোয়ারের বাড়িতে তালাক সম্পন্ন হয়।

নিকাহ রেজিস্ট্রার কাজী মনিরুল ইসলাম তালাক সম্পাদন করেন। তিনি বলেন, বিকেলে তাঁকে আনোয়ার হোসেনের বাড়িতে ডাকা হয় তালাক সম্পাদনের জন্য। তিনি গিয়ে উভয় পরিবারের সম্মতিতে তালাক সম্পাদন করেছেন। তবে কী কারণে এ তালাক হয়েছে, সে সম্পর্কে তাঁকে কোনো পক্ষই কিছু বলেনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ