টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভকে বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজগানা ও বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা তাঁকে এ শুভেচ্ছা জানান। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার ও পরিষদের সদস্যরা এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। বাঁশতৈল ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টনসহ পরিষদের সদস্যরা। এ ছাড়া ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।