নিরাপদ সড়কের দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের খামারগ্রামে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুপাশে যাত্রী ও পণ্যবাহী বেশ কিছু যানবাহন আটকে থাকে। এর আগে খামারগ্রাম ডিগ্রি কলেজ গেটের পাশের সড়কে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধনে একাত্মতা জানিয়ে অংশ নেয় ব্যবসায়ী এবং পথচারীরা।
গত বুধবার খামারগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাসেল রানা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এ ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান। এ সময় বক্তব্য দেন বেতিল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, শিক্ষার্থী আশরাফুল ইসলাম, আলী হাসান, সোহেল রানা ও মাসুদ রানা।পরে এনায়েতপুর থানার পুলিশ সদস্যরা এসে নিরাপদ সড়কসহ সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।