বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার বিতরণ করেছেন ডিলাররা। গতকাল বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির তত্ত্বাবধানে সার ডিলার অ্যাসোসিয়েশন ১৬০ জন কৃষককে এ সহায়তা দেয়।
প্রতিজন কৃষককে ২০ কেজি করে ইউরিয়া ও জিএসপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সারওয়ার জামান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দীন রকিব, জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল সাহা, দাউদকান্দি বাজারের সারের ডিলার মো. আবুল খায়ের উদ্দিন প্রমুখ।