সখীপুরে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে রিসোর্স সেন্টারে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে। এ সময় উপজেলা পর্যায়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী প্রধান অতিথি ছিলেন। এ সময় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. মাকছুদুল আলম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম সাজ্জাদ হোসেন, ইমাম জাহিদুল ইসলাম, ইমাম মশিউর রহমান, ইমাম আব্দুস সবুর, ইমাম আবু তালহা প্রমুখ বক্তব্য দেন। পরে মুক্তিযুদ্ধে সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সভায় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক ইমাম ও মুয়াজ্জিন অংশ নেন।
উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাকছুদুল বলেন, সভায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এসব আলোচনা সম্মানিত ইমামগণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌঁছে যাবে।