Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষা

সুনামগঞ্জ প্রতিনিধি

টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষা

সুনামগঞ্জে বাদ পড়া শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ কার্যক্রম শুরু হয়েছে। টিকা গ্রহণে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ দেখা গেলেও অভিযোগ উঠেছে অব্যবস্থাপনার। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে টিকা নিতে ভিড় করে কেন্দ্রে। এ সময় গ্রহীতাদের মুখে ছিল না মাস্ক। এতে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ার শঙ্কা প্রকাশ করছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলে বিলম্ব হয়। শিক্ষার্থীর তুলনায় বুথ ছিল কম। ফলে বিদ্যালয়ের মাঠে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।

সুনামগঞ্জ সদর উপজেলার সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে দেখা গেছে, কেন্দ্রে শিক্ষার্থীসহ অভিভাবকদের ছিল উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে লাইনে দাঁড়ায়, ছিল না সামাজিক দূরত্ব। আবার অনেকের মুখে ছিল না মাস্ক।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, প্রথম ডোজ টিকা নিতে না পারা ৫১ হাজার ২১৪ জন শিক্ষার্থীরা এবার টিকা নিবে। জেলায় মাধ্যমিকে ১ লাখ ৩৫ হাজার ৬২৯ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছে ১ লাখ ৫ হাজার ২৫৭ জন। এ ছাড়াও মাদ্রাসায় ৩৭ হাজার ৫১৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৬৭৪ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকার আওতায় নেওয়া হয়েছে।

অভিভাবক আলেয়া আক্তার বলেন, আমার ছেলেকে নিয়ে এসেছি টিকা দেওয়ার জন্য। ভিড় দেখে মনে হচ্ছে করোনা সংক্রমণ আরও বেড়ে যাবে।

অভিভাবক পল্লব জানান, শিক্ষা বিভাগের পক্ষ থেকে টিকা গ্রহণের সময় লাইন করানোর ব্যবস্থা করা হয়নি। তাহলে এত বিশৃঙ্খলা দেখা দিত না।

অব্যবস্থাপনার বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, বিদ্যালয়ে ভেতরে শিক্ষার্থীদের চেয়ে অভিভাবকদের বেশি ভিড় ছিল। এ কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। তবে পরবর্তীতে আমরা আরও বুথ বাড়ব। যাতে করে এমন বিশৃঙ্খলা তৈরি না হয়।’ ১৫ জানুয়ারির মধ্যে বাদ যাওয়া সকল শিক্ষার্থীদের প্রথম ডোজের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান এ শিক্ষা কর্মকর্তা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ