মির্জাপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে এক কিশোরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ধেরুয়া এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন তাকে ৫০০ টাকা জরিমানা করেন। ওই কিশোর উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের বাসিন্দা।
অভিভাবকদের ভূমিকা নিয়ে জুবায়ের হোসেন বলেন, যারা সচেতন অভিভাবক তাঁরা কখনো অল্প বয়সী ছেলে মেয়েকে বাইক কিনে দেন না। যারা অল্প শিক্ষিত অভিভাবক ও হঠাৎ করে অনেক টাকার মালিক হয়েছেন মূলত তাঁরা এসব অল্প বয়সী ছেলেদের হাতে মোটরসাইকেল তুলে দেন।
তিনি আরও বলেন, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মোটরসাইকেল চালালে সারা দিন এরা বাইরে থাকে। এতে লেখাপড়াও কামাই হয়।