Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

হেফাজতের নুরুল ইসলাম জেহাদী আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হেফাজতের নুরুল ইসলাম জেহাদী আর নেই

হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জেহাদী আর নেই। গতকাল সোমবার দুপুর ১২টা ৪ মিনিটে রাজধানীর একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে ওলামা মাশায়েখ সম্মেলন শেষে মাদ্রাসায় ফিরে আসার সময় গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে গতকাল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুহিউদ্দীন রব্বানী আজকের পত্রিকাকে জানান, হাসপাতাল থেকে গতকাল নুরুল ইসলাম জেহাদীর লাশ নিয়ে যাওয়া হয় চিটাগাং রোডের মাদানি নগরের বাসায়। সেখান থেকে আছরের পরে খিলগাঁও চৌরাস্তায় তার শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে আসা হয়। মাগরিবের নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেওয়া হয় তার লাশ। সেখানে শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা নিবেদন শেষে এশার নামাজের পরে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তাঁর মেজ জামাতা জাকারিয়া আবদুল্লাহ। জানাজা শেষে জেহাদীর লাশ নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায়। সেখানে হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

গত বছরের ১৩ ডিসেম্বর নূর হোসাইন কাশেমী মারা যাওয়ার পর ২৩ ডিসেম্বর হাটহাজারী মাদ্রাসায় বিশেষ এক সভায় জেহাদীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। পরে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি হেফাজতে ইসলামের এক পরিচিতি সভায় মহাসচিব হিসেবে জেহাদীর নাম ঘোষণা করে সংগঠনটি। আমৃত্যু তিনি এ দায়িত্বে বহাল ছিলেন।

নুরুল ইসলাম জেহাদীর মৃত্যুর পর হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাজেদুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি মাদ্রাসার প্রধান মাওলানা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ