শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে নাটোর ও বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট চলে। দুই পৌরসভার ৩৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। পরে ফলাফল ঘোষণা করা হয়। এতে নাটোর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী উমা চৌধুরী জলি। বাগাতিপাড়া পৌরসভায় মেয়র হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম লেলিন। প্রতিনিধিদের পাঠানো খবর—
নাটোর: নাটোর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের উমা চৌধুরী জলি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২০ হাজার ৫৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন পেয়েছেন ১৩ হাজার ৭৮২ ভোট। মেয়র পদের এই ফলাফল নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম।
নির্বাচিত সাধারণ কাউন্সিলররা হলেন ১ নম্বর ওয়ার্ডে মলয় রায়, ২ নম্বরে জাহিদুর রহমান জাহিদ, ৩ নম্বরে ফরিদুল ইসলাম, ৪ নম্বরে আশরাফ খান চৌধুরী আকিব, ৫ নম্বরে রোকনুজ্জামান হিরো, ৬ নম্বরে আরিফুর রহমান মাসুম, ৭ নম্বরে মীর নাফিউল ইসলাম অন্তর, ৮ নম্বরে শেখ রুবেল ও ৯ নম্বরে রানা হোসেন।
সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে মহিলা কাউন্সিলর নার্গিস বেগম, ২ নম্বরে কোহিনুর বেগম পান্না ও ৩ নম্বরে রীনা বেগম রেবা নির্বাচিত হয়েছেন।
বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে শরিফুল ইসলাম লেলিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য মতে, জগ প্রতীকে শরিফুল ইসলাম লেলিন পেয়েছেন ২ হাজার ২৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নারিকেল গাছ প্রতীকে বিদ্রোহী স্বতন্ত্র ময়মুর সুলতান পেয়েছেন ২ হাজার ১৮৮ ভোট। তৃতীয় অবস্থানে নৌকা প্রতীকে শাহিদা খাতুন পেয়েছেন ১ হাজার ৬৩৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।