কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পুনঃ ভোটের দাবিতে নৌকা প্রতীকের সমর্থকেরা মানববন্ধন করেছেন।
গতকাল সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েক শ নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, গত ১১ নভেম্বর খুনিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধোয়াপালং প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের শেষের দিকে স্বতন্ত্র প্রার্থী আবদুল হকের পক্ষে কেন্দ্র দখল করে চশমার ব্যালটে সিল মারা হয়। এ সময় তারা নৌকার বিপুলসংখ্যক ভোটারকে ভয়ভীতি দেখিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে নৌকার অফিস এবং তাদের সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করে। তাঁরা জানান, চশমা মার্কার প্রার্থীর লোকজন নৌকার বেশ কিছু ব্যালট ছিনতাই করে।
মানববন্ধন শেষে ৬ নম্বর ওয়ার্ডে পুনঃ নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
এ সময় বক্তব্য দেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমিজ আহমেদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবদুল কাদের, আবদুল গফুর কোম্পানি প্রমুখ।