Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

টানা বৃষ্টিপাতের কারণে সিলেটে বেড়েই চলেছে নদ-নদীর পানি

সিলেট প্রতিনিধি

টানা বৃষ্টিপাতের কারণে সিলেটে বেড়েই চলেছে নদ-নদীর পানি

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে বেড়েই চলেছে সিলেটের নদ-নদীর পানি। ইতিমধ্যে কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পাশাপাশি কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ছাড়িয়েছে। এ ছাড়া প্রায় সব কটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত তিন দিন ধরে সুরমা, কুশিয়ারাসহ সিলেটের বিভিন্ন নদীর পানি বেড়ে চলেছে। এ ছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে।

পাউবোর তথ্য অনুযায়ী, গত রোববার সন্ধ্যা ছয়টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ছিল ১২.৪৬ সেন্টিমিটার। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় এই পয়েন্টে পানিসীমা দাঁড়ায় ১৩.৩০ সেন্টিমিটারে। কানাইঘাট এলাকার ডেঞ্জার লেভেল ১২.৭৫ সেন্টিমিটার। গত রোববার সন্ধ্যা ছয়টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ছিল ৯.৮৮ সেন্টিমিটার। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় পানিসীমা দাঁড়ায় ১০.৪৩ সেন্টিমিটার। সিলেটে ‍সুরমার ডেঞ্জার লেভেল ১০.৮০ সেন্টিমিটার। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ছিল ৯.৭৮ সেন্টিমিটার। এই পয়েন্টে পানির ডেঞ্জার লেভেল ৯.৪৫ সেন্টিমিটার।

এসব তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ। তিনি জানান, টানা বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যদি উজানে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আবারও বন্যার আশঙ্কা রয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ