Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সেই এসআই প্রত্যাহার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সেই এসআই প্রত্যাহার

হবিগঞ্জের মাধবপুরে নবনির্বাচিত এক ইউপি সদস্যের গলায় ফুল ও টাকার মালা দেওয়া মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গত বুধবার বিকেলে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক পত্রে এসআই মমিনুল ইসলামকে পুলিশ লাইনসে সংযুক্ত হওয়ার আদেশ দেওয়া হয়।

গত ৬ জানুয়ারি এসআই মমিনুল ইসলাম ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য তাজুল ইসলামের গলায় ফুল ও টাকার মালা পড়িয়ে দেন। এ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় জোড় সমালোচনা।

জানা যায়, এসআই মমিনুল ইসলাম দেড় যুগের বেশি সময় মাধবপুর থানায় কর্মরত ছিলেন। তিনি ১৯৯৭ সালে কনস্টেবল পদে যোগদান করেন। ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত মাধবপুর থানায় প্রথমে ড্রাইভার পরে জুনিয়র সেরেস্তা (মুন্সি) হিসেবে কর্মরত ছিলেন। মুন্সি থাকা অবস্থায় এএসআই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা যাত্রাবাড়ী থানায় চলে যান সেখান থেকে ২০০৯ সালে আবার মাধবপুর থানায় যোগদান করেন।

২০১২ সালে এস আই পদে পদোন্নতি পেয়ে এসপিবিএন যোগদান করে ৬ মাস কর্মরত থেকে আবার পুনরায় মাধবপুরে চলে আসেন। দীর্ঘ কয়েক বছর থাকার পর গত ২ বছর পূর্বে মাধবপুর থেকে সিলেট ওসমানীনগর থানায় যোগদান করেন। সর্বশেষ গত ৬ জানুয়ারি ইউপি সদস্যকে টাকার মালা পড়ানো নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রাজ্জাক বলেন, প্রশাসনিক কারণে পুলিশ লাইনে তাঁকে সংযুক্ত করা হয়েছে। তবে কী কারণে তাঁকে সংযুক্ত করা হয়েছে তা বলা হয়নি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ