হোম > ছাপা সংস্করণ

আজ থেকে চরকিতে ‘পাতালঘর’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মা-মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে ‘পাতালঘর’ নির্মাণ করেছেন নূর ইমরান মিঠু। এতে একজন চলচ্চিত্র অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। দীর্ঘদিন পর নিজ বাড়িতে মায়ের কাছে ফেরে রুপালি পর্দার নায়িকা বাবলি। পারিবারিক আবহে তার সামনে এসে দাঁড়ায় ফেলে আসা শৈশবের নানা স্মৃতি। পর্দার বাবলি ধীরে ধীরে এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। সেই সঙ্গে গাঢ় হয়ে ওঠে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন। এমন গল্পেই নির্মাণ হয়েছে সিনেমাটি।

সিনেমাটি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘আমাদের দর্শকের পছন্দ বদলে গেছে। তাঁরা জীবনঘনিষ্ঠ গল্প, বুদ্ধিদীপ্ত প্রেজেন্টেশন, চৌকস নির্দেশনা আর শিল্পীদের ভালো অভিনয়ের মেলবন্ধন রয়েছে এমন সিনেমা দেখতে চান। পাতালঘরেও তাই রয়েছে। কোভিডের সময়ের এক অদ্ভুত গল্প দেখতে পারবেন দর্শকেরা।’

ফারিয়ার মায়ের ভূমিকায় থাকছেন আফসানা মিমি। মিমি বলেন, ‘দুর্দান্ত কিছু সম্পর্কের গল্প বলা হয়েছে এই সিনেমায়। করোনার সময় একটি বাড়িতে যা ঘটে, তার আগে-পরের কিছু সম্পর্ক এবং সমাজের কিছু দৃষ্টিভঙ্গির গল্প দেখা যাবে।’ সিনেমায় আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান প্রমুখ। সিনেমাটির প্রযোজক আবু শাহেদ ইমন। এটি গত বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে পাতালঘর।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন