খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামীকাল রোববার ভোট। এর মধ্যে সদর ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। এই পদ্ধতি সম্পর্কে ভোটারদের ধারণা দিতে গতকাল শুক্রবার ৯টি কেন্দ্রে ‘নমুনা ভোট’ প্রদর্শন করা হয়েছে। এ সব কেন্দ্রে ভোটার সংখ্যা ১৭ হাজার ৩২৫ জন।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী জানান, উপজেলা ৩ ইউপির মধ্যে মানিকছড়ি ইউপিতে এই প্রথম ইভিএমে ভোট হবে। এ জন্য ইতিপূর্বে ৯ জন প্রিসাইডিং, ৪০ জন সহকারী প্রিসাইডিং ও ৮০ জন পোলিং কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুক্রবার ওই কর্মকর্তারা ৯টি কেন্দ্রে ইভিএমে ভোট পদ্ধতি সম্পর্কে ভোটারদের ধারণা দিতে ‘নমুনা ভোট’ হয়েছে।