Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সড়কে পিচ উঠে খানাখন্দ

ঝালকাঠি প্রতিনিধি

সড়কে পিচ উঠে খানাখন্দ

ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালি গ্রামের ফকিরহাট থেকে নতুন হাট পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ছয় বছর ধরে সড়ক বেহাল। এ সময়ে সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এতে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাঁচ গ্রামের মানুষ পড়েছে দুর্ভোগে।

সরেজমিন দেখা গেছে, দেড় কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সড়ক সংস্কার না করায় ছোট কৈবর্তখালি, চরগালুয়া, নিজগালুয়া, জীবনদাসকাঠিসহ পাঁচটি গ্রামের প্রায় চার হাজারের বেশি মানুষ কয়েক বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে। ২০১৬ সালে শেষবার মেরামত করা হয়। পিচ উঠে গর্ত সৃষ্টি হলেও আর মেরামত করা হয়নি।

স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ সিকদার বলেন, পিচ উঠে যাওয়ায় সড়কে মোটরসাইকেল, রিকশা, ইজিবাইক, অ্যাম্বুলেন্সসহ যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ফলে ধান, চালসহ বিভিন্ন পণ্য বাজারে আনা-নেওয়া করতে ভোগান্তিতে পড়তে হয়। জরুরি চিকিৎসার জন্য রোগীদের হাসপাতালে নিতেও নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়।

মো. আজিজুল হাওলাদার জানান, ছোট কৈবর্তখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সুলতান আহম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিকে মাধ্যমিক বিদ্যালয়, জীবনদাসকাঠি দাখিল মাদ্রাসা ও জীবনদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে যাওয়া-আসা করেন। সড়ক ভাঙাচোরা হওয়ায় প্রায় রিকশা ও ইজিবাইক উল্টে যায়। এতে অনেকে আহত হন। সড়ক ভাঙা হওয়ায় রিকশা, ভ্যান ও ইজিবাইকচালকেরা যেতে চান না। ফলে এলাকাবাসীকে হেঁটে চলাচল করতে হয়।

সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া দাবি স্থানীয়দের।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, ‘ওই সড়কের বর্তমান অবস্থা সম্পর্কে জানা নেই। খোঁজখবর নিয়ে সড়ক সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ